বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রথম শো ও রাত ৮টায় দ্বিতীয় শো আয়োজন করা হয়েছে বলে স্পেস অ্যান্ড এক্টিং রিসার্চ সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফরহাদ হোসাইন শাওন, তোতো তীমথিয়, মানিসা অর্চি, ওমর ফারুক, কাদারুজ্জামান কমল। কলাকুশলীদের মধ্যে মিউজিকে জাহিদ মাহমুদ, লাইটে আলী আফসার জুম্মান ও নেপথ্যে সংগীতা বাড়ৈ, সংগীতা বড়ুয়া ও তানভীর নাহিদ।