ক্যাটাগরি

আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর হলেন মাসুম

রোববার সন্ধ্যায় ঘোষিত
ফলে লাটিম প্রতীকের প্রার্থী মাসুমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে চারজন
প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আবদুস সালাম মাসুম।

আবদুস সালাম মাসুম।

সহকারী রিটার্নিং কর্মকর্তা
কামরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাটিম প্রতীকে আবদুস সালাম মাসুম তিন
হাজার ৩৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসির আরাফাত মিষ্টিকুমড়া
প্রতীকে পেয়েছেন ৭৭০ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে
দিদারুর রহমান রেডিও প্রতীকে পেয়েছে ৩৫৮ ভোট এবং হানিফ ভুইয়া ঠেলাগাড়ি প্রতীকে পেয়েছেন
২৫ ভোট।

গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম
সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

কিন্তু ১৮ জানুয়ারি কাউন্সিলর
প্রার্থী তারেক সোলেমান সেলিম মারা গেলে ওই ওয়ার্ডের নির্বাচন স্থগিত হয়ে যায়।