ক্যাটাগরি

বহুদিন পর জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস

আমেরিকা থেকে দূর হলেও ইন্দোনেশিয়ার ‘বালি’ তো বাংলাদেশ থেকে কাছেই। আর সেখানেই স্বর্গের টিকেট কাটবেন হলিউডের জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস।

বিষয় অন্য কিছু নয়, বহু দিন পর এই দুই তারকা শিল্পী এক হয়েছেন ‘টিকেট টু প্যারাডাইস’ ছবির জন্য। ইউনিভার্সাল পিকচার্স এবং ওয়ার্কিং টাইটেল প্রযোজিত ছবিটি পরিচালনা করবেন ‘মামামিয়া! হেয়ার উই গো এগেইন’ খ্যাত পরিচালক ওলিভার পার্কার।

ডেডলাইন ডটকম জানায়, ছবিতে ক্লুনি ও রবার্টস বিচ্ছেদ হওয়া যুগল হিসেবে দেখানো হবে। তবে তারা আবারও মিলিত হয়ে বালি’র উদ্দেশ্যে রওনা হয় ২৫ বছর আগে যে ভুল তারা করেছিলেন সেই একই ভুল যেন তাদের মেয়ে না করে সে কারণে।

টেড মেলফি’র চিত্রনাট্যে এই ছবির সহ-প্রযোজনার অংশিদার হয়েছে ক্লুনির ‘স্মোকহাউজ পিকচার্স’ ও রবার্টসের ‘রেড ওম ফিল্মস’।

জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস জুটি হয়ে কাজ করেছিলেন ২০০১ সালের ‘ওশেন’স এলিভেন’ ছবিতে।

‘টিকেট টু প্যারাডাইস’ ছবির কাজ শুরু হবে এই বছরের শেষে।