কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার এম সালেহ আহমদ জানান, মঙ্গলবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
সালেহ বলেন, সমুদ্রপথে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এক পর্যায়ে দুইটি বস্তা কাঁধে নিয়ে সন্দেহভাজন তিনজনকে আসতে দেখে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়।
” এ সময় তারা অন্ধকারে সৈকতে ঝাউবাগানের ভিতর দিয়ে বস্তাগুলো ফেলে রেখে পালিয়ে যায়। এসময় ধাওয়া দিলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ফেলে যাওয়া বস্তাগুলো খুলে ২ লাখ ৭৯ হাজার ৬০০ টি ইয়াবা পাওয়া যায়।”
উদ্ধার করা ইয়াবা টেকনাফ থানায় জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনহত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে কোস্টগার্ডের এ কর্মকর্তা জানান।