ক্যাটাগরি

ছাত্রদলের বিরুদ্ধে মামলার প্রতিবাদ যুক্তরাষ্ট্রে

সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে এতে অংশ নেয় স্থানীয় বিএনপি, মুক্তিযোদ্ধা দল, জাসাস, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতা-কর্মীরা।

এতে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু এবং সঞ্চালনা করেন যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন।

প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবরউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান।


সংঘর্ষ: ছাত্রদলের ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
 

সূচনা বক্তব্য দেন যুবনেতা এম এ বাতিন। আরও বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আবু তাহের, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি ও জাসাস নেতা সোহরাব হোসেন।

সমাবেশে কর্মসূচির মধ্যে আরও ছিল- বিএনপির কেন্দ্রীয় নেতাদের ‘নির্লিপ্ততার’ প্রতিবাদ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উৎসব আয়োজন ও যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দাবি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!