মঙ্গলবার নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম
জেলার চট্টগ্রাম-বোয়ালমারী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য
করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “মহান মুক্তিযুদ্ধের মতো দেশের সর্বশ্রেষ্ঠ
অর্জন ‘সুবর্ণ জয়ন্তী’ একজন পলাতক আসামি দিয়ে উদ্বোধন করায় দেশবাসী বিস্মিত হয়েছে।
দলে অনেক সিনিয়র নেতা ও মুক্তিযোদ্ধা থাকতে টেমস নদীর পাড় থেকে অনুষ্ঠান উদ্বোধন স্বাধীনতার
প্রতি বিএনপির কমিটমেন্ট নিয়েই জনগণ এখন প্রশ্ন তুলছে।
“বিএনপি দুর্নীতি মামলার একজন দণ্ডিত আসামিতে দিয়ে স্বাধীনতার
সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধন করে মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন করেছে।”
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন বিএনপির বছরব্যাপী অনুষ্ঠানমালা
সোমবার উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানের একটি হোটেলে
আয়োজিত অনুষ্ঠানে তিনি লন্ডন থেকে স্কাইপে যুক্ত হন।
বিএনপি স্বাধীনতার ইতিহাসকে বিকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা
ও মূল্যবোধকে ভুলুণ্ঠিত করেছে বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, “বিএনপি উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে দেশে
রাজনীতি করার সুযোগ করে দিয়ে কোন চেতনা বাস্তবায়ন করতে চায়? বিএনপির মুখে স্বাধীনতার
চেতনা ‘ভূতের মুখে রাম নাম’ ধ্বনির মতই।
“বিএনপি নাকি দেশে গণতন্ত্র খুঁজে পায় না- তারা যখন নির্বাচনে
জিতে তখন এক কথা বলে, আর পরাজিত হলে বলে আরেক কথা। জনগণ ভোট না দিলেও তাদেরকে জোর করে
জিতিয়ে তবেই প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে।”
তিনি বলেন, “সন্ত্রাস নির্ভরতায় বিএনপির আন্দোলনে মানুষ এখন
আর সাড়া দেয় না বরং মানুষ আতংকগ্রস্ত হয় তাদের আন্দোলনের কথা শুনলে। বিএনপির ভোট কেন
কমে গেছে- এর দায় নির্বাচন কমিশনের নয়।তারা তাদের ব্যর্থতার দায় অন্যদের উপর চাপাতে
সবসময় সিদ্ধহস্ত।”