মঙ্গলবার দুপুরে চট্টেশ্বরী রোডে চমেক হাসপাতালের প্রধান ছাত্রাবাসে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ছাত্রদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কয়েকটি রুম ভাঙচুর করা হয়। পরিস্থিতি শান্ত আছে। দুই পক্ষকে নিয়ে অধ্যক্ষের সাথে আলোচনায় বসেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রাবাসে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারীদের সাথে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান নওফেলের অনুসারী ছাত্রলীগ কর্মীদের মধ্যে এ ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
দুই পক্ষই এ ধাওয়া পাল্টা ধাওয়ার জন্য পরস্পরকে দায়ী করেছেন।