ক্যাটাগরি

বাংলাদেশকে হারিয়ে মাস সেরার লড়াইয়ে মেয়ার্স

ফেব্রুয়ারি মাসের সেরা হওয়ার লড়াইয়ে মেয়ার্সের সঙ্গে আছেন রবিচন্দ্রন অশ্বিন ও জো রুট।

মেয়ার্সের অপরাজিত ২১০ রানের ইনিংসের সৌজন্যে গত মাসে চট্টগ্রাম টেস্টে শেষ ইনিংসে ৩৯৫ রান তাড়া করে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের প্রথম ইনিংসে তিনি করেন ৪০। পরে মিরপুর টেস্টে মেয়ার্স দুই ইনিংস মিলিয়ে করেন মাত্র ১১ রান। তবে ওই এক ইনিংসের মাহাত্মই এমন, তিনি জায়গা পেয়ে গেছেন সংক্ষিপ্ত তালিকায়।

চূড়ান্ত লড়াইয়ে অবশ্য মেয়ার্সের জন্য পেরে ওঠা কঠিন হবে অশ্বিনের সঙ্গে। গত মাসে ভারত-ইংল্যান্ড সিরিজের ৩ টেস্টে অশ্বিনের পারফরম্যান্স ছিল অসাধারণ।

প্রথম টেস্টে চেন্নাইয়ে অশ্বিন নেন ম্যাচে ৯ উইকেট, রান করেন ৪০। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে উইকেট নেন ৮টি, দ্বিতীয় ইনিংসে করেন দুর্দান্ত সেঞ্চুরি। তৃতীয় টেস্টে আহমেদাবাদে নেন ৭ উইকেট। বলার অপেক্ষা রাখে না, সেরার লড়াইয়ে তিনিই সবচেয়ে এগিয়ে।

এই সিরিজেরই প্রথম টেস্টে রুট উপহার দেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি। পরের দুই টেস্টে ব্যাট হাতে খুব ভালো করতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক, তবে তৃতীয় টেস্টে চমক দেখান বল হাতে ৫ উইকেট নিয়ে।

মেয়েদের ক্রিকেটে ফেব্রুয়ারি মাসের সেরায় সংক্ষিপ্ত তালিকায় আছেন ইংল্যান্ডের ব্যাটার ট্যামি বিউমন্ট, অলরাউন্ডার নাতালি শিভার ও নিউ জিল্যান্ডের অলরাউন্ডার ব্রুক হ্যালিডে।

নিউ জিল্যান্ডে এই দুই দলের সদ্য সমাপ্ত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের বিউমন্ট খেলেন ৭১, অপরাজিত ৭২ ও অপরাজিত ৮৮ রানের ইনিংস। শিভার ৩ ম্যাচে উইকেট নেন ৫টি, দ্বিতীয় ম্যাচে করেন ফিফটি। হ্যালিডে প্রথম দুই ম্যাচে করেন ফিফটি, সিরিজে উইকেট নেন ২টি।

এই বছর থেকেই আইসিসি মাস সেরা ক্রিকেটারের এই স্বীকৃতি দেওয়া শুরু করেছে। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থেকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।

জানুয়ারি মাসের সেরা হয়েছিলেন ভারতের রিশাভ পান্ত ও দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল। ফেব্রুয়ারির বিজয়ী দুজনের নাম জানা যাবে আগামী সোমবার।