নগরীর কোতোয়ালী থানা মোড় থেকে সোমবার রাতে ১৭ হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মো. ইমতিয়াজ ইকরাম ওরফে কাঞ্চন (২১) । কক্সবাজারের উখিয়ায় তার বাড়ি।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মোড় থেকে ইমতিয়াজকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি।
ওসি বলেন, “ইমতিয়াজ ইয়াবাগুলো বিশেষ কৌশলে বাদাম ও চকলেটের প্যাকেটে করে কক্সাবাজার থেকে চট্টগ্রাম এনেছে ঢাকায় নেওয়ার জন্য।
“ইমতিয়াজ ইয়াবাগুলো নেজাম নামে এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছে। সেগুলো ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। তার সঙ্গে মোস্তফা কামাল নামের আরও একজন ছিল। সে পালিয়ে গেছে।”
পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ইমতিয়াজ কক্সবাজার থেকে কয়েকটি যানবাহন পাল্টে চট্টগ্রাম এসেছে বলে জানিয়েছে। আবার চট্টগ্রাম থেকে লোকাল বাসে করে ঢাকায় যাওয়ার কথা ছিল।”
ইয়াবা পাচারের ঘটনায় গ্রেপ্তার ইমতিয়াজ এবং পলাতক নেজাম এবং মোস্তফা কামালকে আসামি করে কোতোয়ালী থানায় একটি মামলা করেছে পুলিশ।