বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সদর থানা চত্বরে জেলার পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা গন্ধগোকুলটি বনবিভাগের কাছে হস্তান্তর করেন।
জান্নাত আরা বলেন, সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের ধূলাউড়া চার তেপতির মোড়ে স্থানীয়রা মঙ্গলবার দুপুরে গন্ধগোকুলটিকে আটক করে।
পরে সন্ধ্যায় ৯৯৯ কল পেয়ে পুলিশ গিয়ে বিপন্ন প্রাণিটিকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন বলেন, “খবর পেয়ে তেপতির মোড়ে গিয়ে প্রাণিটিকে গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পাই। হাঁপানি রোগ সাড়তে এই প্রাণির মাংস কাজে দেয় এমন ধারণা থেকে গন্ধগোকুলটিকে হত্যার সিদ্ধান্ত হলে আমি ৯৯৯ কল দেই। এরপর পুলিশ গিয়ে প্রাণিটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।”
ওই এলাকার ইউপি সদস্য আবু সাঈদ আজাদ জানান, গন্ধগোকুলটির যাতে ক্ষতি না হয় এজন্য এলাকাবাসীর সহযোগিতায় রক্ষা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. শাহরিয়ার জানান, খবর পেয়ে সংরক্ষণ ব্যবস্থা না থাকায় পুলিশ সুপারের মাধ্যমে প্রাণিটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।