ক্যাটাগরি

হবিগঞ্জে জাল টাকাসহ ৩ জন আটক

বুধবার রাতে উপজেলার
শানখলা ইউনিয়নের কালিনগর তেমুনিয়া বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন কিশোরগঞ্জের
কটিয়াদি উপজেলার পাছলিপাড়া গ্রামের নাজির মিয়া (৪৫), সোহাগ মিয়া (৩৪) ও নিকলি উপজেলার
মজলিসপুর গ্রামের আল আমিন (২৫)।

চুনারুঘাট থানার ওসি
আলী আশরাফ বলেন, আটক তিন প্রতারক দীর্ঘদিন যাবত জাল টাকা বিভিন্ন স্থানে সরবরাহ করে
আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

মামলা দিয়ে বৃহস্পতিবার
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।