ক্যাটাগরি

ইউনাইটেডের লক্ষ্য শেষ চার: সুলশার

স্বাগতিক ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে
বুধবার গোলশূন্য ড্র করে ওল্ড ট্রাফোর্ডের দলটি। এর ফলে শিরোপা দৌড়ে তারা পিছিয়ে পড়ে
আরও। তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের ব্যবধান এখন ১৪ পয়েন্ট।

২৭ ম্যাচে সিটির পয়েন্ট ৬৫। ৫১ পয়েন্ট
নিয়ে দ্বিতীয় স্থানে ইউনাইটেড। আগামী রোববার মুখোমুখি হবে নগর প্রতিদ্বন্দ্বী দল দুটি।

প্যালেসের বিপক্ষে ম্যাচ শেষে বিবিসিকে
দেওয়া সাক্ষাৎকারে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন সুলশার। এমন পারফরম্যান্স
নিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

“জিততেই হবে, এমন মানসিকতা নিয়ে আমরা প্রতিটা
ম্যাচ খেলতে নামি এবং আমরা জিততেই চাই। আমাদের কেবল নিজেদের পারফরম্যান্সের ওপর মনোযোগ
দিতে হবে। জানি, আমরা শীর্ষ চারের লড়াইয়ে আছি তাই প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ।”

এই নিয়ে সবশেষ তিন ম্যাচেই গোলশূন্য
ড্র করল ইউনাইটেড; আগের ম্যাচে লিগে স্বাগতিক চেলসির বিপক্ষে এবং তার আগে ইউরোপা লিগে
নিজেদের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

সামনে কঠিন দুই পরীক্ষা ইউনাইটেডের।
আগামী রোববার প্রিমিয়ার লিগে ডার্বি ম্যাচের পর বৃহস্পতিবার ইউরোপা লিগে শেষ ষোলোয়
তাদের প্রতিপক্ষ এসি মিলান।