এ মামলায় গ্রেপ্তার আসামিদের সেদিন বলতে হবে- তারা দোষী না নির্দোষ।
এই মামলার শেষ তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামানের সাক্ষ্য শেষে বৃহস্পতিবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আবুজাফর মো. কামরুজ্জামান আসামিদের আত্মপক্ষ সমর্থনের এ তারিখ ঠিক করে দেন।
সেদিন আসামিরা ইচ্ছে করলে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের বক্তব্য খণ্ডন করার জন্য সাফাই সাক্ষী হাজির করতে পারবেন।
ফৌজদারি কাযবিধির ৩৪২ ধারায় সেদিন তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের কোন সাক্ষী কী কী বলেছেন, তা পড়ে শোনাবেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভূঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় মোট ৬০ জন সাক্ষীর মধ্যে ওয়াহিদুজ্জামানকে নিয়ে মোট ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের একটি কক্ষে ছাত্রলীগের একদল নেতা-কর্মী পিটিয়ে হত্যা করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে।
আবরারের বাবা বরকত উল্লাহ কুষ্টিয়া থেকে এসে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন।
এক মাস পর ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। গত ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
আসামিদের মধ্যে এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তিন আসামি পলাতক রয়েছেন।