ক্যাটাগরি

সেন্সর ছাড়পত্র পেল ‘ঢাকা ড্রিম’

সম্প্রতি ছবিটিতে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

নির্মাতা প্রসূন রহমানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ইমেশন ক্রিয়েটর’র ব্যানারে নির্মিত ছবিটি শিগগিরই মুক্তির পরিকল্পনা করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্মাতা বলেন, “একদিকে প্রান্তিক মানুষদের নগরমুখী স্বপ্নকে ঘিরে যেমন চলে বেঁচে থাকার নানা আয়োজন, আরেকদিকে নগরী হিসেবে ঢাকা শহর ক্রমে হারিয়েছে তার বাসযোগ্যতার মান। কিন্ত এসকল কিছুকে ছাপিয়ে প্রতিদিন বাড়ছে নগরীর জনসংখ্যা।

“নানা কারণে রাজধানীতে আসতে চাওয়া, আসতে বাধ্য হওয়া কিছু মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে।”

এতে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মুনীরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, জয়ীতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সিফাত, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল, ইকবাল হোসেন, আরশ খান, ফজলুল হক, আক্তার হোসেন, জামাল রাজা, আর এ রাহুল, ফারুক আহমেদ, শরিফুল আজম পিন্টু, এস এম মহসিন, মাহবুবুর রহমান, খোরশেদ আলম, তৃষা রায়, এমিল, রানা ও তাশফী সহ আরও অনেকে।

কুমার বিশ্বজিতের সুর ও সঙ্গীত পরিচালনায় এ চলচ্চিত্রে দুটি গান রযেছে; পাশাপাশি সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন তিনি। দুইটি গানের একটিতে কন্ঠ দিয়েছেন প্রয়াত শিল্পী বারী সিদ্দিকী, আরেকটিতে মমতাজ।

সঙ্গীতায়োজন করেছেন রেজাউল করিম লিমন। গানগুলো এরই মাঝে মুক্তি পেয়েছে বাংলাঢোল, বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন ও ইউটিউবসহ বেশকয়েকটি অনলাইন প্লাটফর্মে।

প্রসূন রহমানের এটি তৃতীয় চলচ্চিত্র; এর আগে নির্মাণ করেছেন ‘জন্মভূমি’ ও ‘সূতপার ঠিকানা’।