ক্যাটাগরি

জাতীয় আর্চারিতে আলিফের তিন সোনা

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রতিযোগিতার শেষ দিনে রিকার্ভ পুরুষ এককে আলিফ ৭-৩ সেট পয়েন্টে রুবেলকে হারান।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ফাইনালে প্রদীপ্ত চাকমা ও শেখ সজীবকে সঙ্গে নিয়ে ৬-২ সেট পয়েন্টে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার আফজাল হোসেন-সাগর ইসলাম-মিশাদ প্রধানকে হারান। মিশ্র দলগত বিভাগে সেরা হওয়ার লড়াইয়ে দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি গড়ে ৫-৪ সেট পয়েন্টে জেতেন পুলিশ আর্চারি ক্লাবের তামিমুল ইসলাম ও বিউটি রায় জুটির বিপক্ষে।

রিকার্ভ মহিলা এককের ফাইনালে ঢাকা আর্মি আর্চারি ক্লাবের মেহেনাজ আক্তার মনিরা ৬-০ সেট পয়েন্টে নাজমিন খাতুনকে হারান। নাসরিন আক্তার ও রাবেয়া আক্তারকে সঙ্গে নিয়ে মেয়েদের দলগত রিকার্ভেও সোনা জেতেন মেহেনাজ। ফাইনালে ৫-৪ সেট পয়েন্টে দিয়া সিদ্দিকী, ফাহমিদা সুলতানা নিশা ও উম্যা চিং মার্মাকে নিয়ে গড়া বিকেএসপি দলকে হারান।

কম্পাউন্ড পুরুষ এককের ফাইনালে বাংলাদেশ আনসারের ঐশ্বর্য্য রহমান ১৪০-১৩৬ স্কোরে হারান বিকেএসপির হিমু বাছাড়কে।

কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে সুস্মিতা বনিক (ঢাকা আর্মি আর্চারি ক্লাব) ১৪৩-১৪১ স্কোরে রোকসানা আক্তারকে (ঢাকা আর্মি আর্চারি ক্লাব) হারিয়ে সোনা জিতেছেন। কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে রোকসানা আক্তার, সুস্মিতা বনিক ও তানিয়া রীমা সোনা এনে দিয়েছেন ঢাকা আর্মি আর্চারি ক্লাবকে; ২২১-২০৬ স্কোরের ব্যবধানে তারা হারান হুমায়রা খাতুন, রিতু আক্তার ও শিউলি আক্তারকে নিয়ে গড়া বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবকে।

কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে অসীম কুমার দাস, মোহাম্মদ আশিকুজ্জামান ও ভানরুম বমকে নিয়ে গড়া বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব ২২৪-২১৬ স্কোরের ব্যবধানে ঢাকা আর্মি আর্চারি ক্লাবকে হারিয়েছে। আর্মির হয়ে খেলেন জাবেদ আলম, মিঠু রহমান ও সোহেল রানা।

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রোকসানা আক্তার ও মিঠু রহমান সোনা এনে দিয়েছেন ঢাকা আর্মি আর্চারি ক্লাবকে। এই জুটি ১৪৯-১৪৭ স্কোরের ব্যবধানে হারিয়েছেন বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের অসীম কুমার দাস-হুমায়রা খাতুন জুটিকে।