কামদিয়া ইউনিয়নের তালতলা মাঠে বৃহস্পতিবার হওয়া ম্যাচে ৪-০ গোলে জেতে মাদার তেরেসা দল। ইউএনডিপি-হিউম্যান রাইটস প্রোগ্রাম ও সুইজারল্যান্ড দুতাবাসের সহায়তায় স্থানীয় বেসরকারী সংস্থা ‘অবলম্বন’ এর আয়োজন করে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি সুইজারল্যান্ড দুতাবাসের প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, বিশেষ অতিথি ইউএনডিপি হিউম্যান রাইটস প্রোগ্রামের কমিউনিটি ও মাইনোরিটি এক্সপার্ট শংকর পাল।