শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু
হয় বলে মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক জানান।
তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেবাশীষ গুহ টিকা গ্রহণের ককেদিন
পর করোনাভাইরাসে আক্রান্ত হন।
“চারদিন আগে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন
অবস্থায় শুক্রবার বিকালে মারা যান তিনি।’’
শনিবার সকালে নগরীর অভয়মিত্র মহাশ্মশ্মানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবার
কথা রয়েছে।
মহানগর আওয়ামী লীগনেতা দেবাশীষ গুহ বুলবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এক শোকবার্তায় তিনি বলেন, একাত্তরে দেশ স্বাধীনের জন্য মুক্তিযুদ্ধে পাক
বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। দেশ স্বাধীনের পরও বঙ্গবন্ধুর আদর্শ
বাস্তবায়নে সর্বদা রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছেন। বিএনপি-জামায়াতবিরোধী আন্দোলনসহ দুঃসময়ে
আওয়ামী পরিবারের একজন অগ্রসৈনিক ছিলেন।
তার মৃত্যুতে আওয়ামী পরিবারের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবার নয় উল্লেখ
করে শিক্ষা উপমন্ত্রী নওফেল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক বিবৃতিতে দেবাশীষ গুহ বুলবুলকে একাত্তর এবং স্বাধীনতা পরবর্তী আন্দোলন
সংগ্রামের একজন অকুতোভয় যোদ্ধা হিসেবে উল্লেখ করে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর
আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির
উদ্দিন বিবৃতিতে বলেন, তার মৃত্যুতে দল একজন নিবেদতি প্রাণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।
বিবৃতিতে নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী এবং সাবেক প্রশাসক
খোরশেদ আলম সুজন পৃথক বিবৃতিতে দেবাশীষ গুহ বুলবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।