ক্যাটাগরি

পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড

আহমেদাবাদে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ২৯৪ রান। ইংল্যান্ডের চেয়ে তারা এগিয়ে ৮৯ রানে। সুন্দর ৬০ রানে ও আকসার প্যাটেল ১১ রানে ব্যাটিং করছেন। বড় লিডের জন্য তাদের দিকে তাকিয়ে দল।

ভারতকে একশর কাছাকাছি লিড এনে দেওয়ার কারিগর পান্ত। ভারতীয় কিপার ব্যাটসম্যান করেন ১১৮ বলে ১০১ রান। তার ইনিংসে ১৩ চারের পাশে ছক্কা দুটি। টেস্ট ক্যারিয়ারে এটি তৃতীয় সেঞ্চুরি পান্তের, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়, ঘরের মাঠে প্রথম।

১ উইকেটে ২৪ রান নিয়ে শুক্রবার দিন শুরু করে ভারত। শুরুর কঠিন সময়টা সাবধানী ব্যাটিংয়ে পার করে দেন রোহিত শর্মা ও চেতেশ্বর পুজারা। আস্থার সঙ্গে খেলতে থাকেন দুইজন। দিনের প্রথম ১১ ওভারে কেবল একটি বাউন্ডারি পায় ভারত।

কঠিন সময় পার করার পর উইকেট হারায় স্বাগতিকরা। জ্যাক লিচের বলে এলবিডব্লিউ হন ৬৬ বলে ১৭ রান করা পুজারা। বাঁচেননি রিভিউ নিয়েও।

বিরাট কোহলি ফিরে যান রানের খাতা খোলার আগে। বেন স্টোকসের বাড়তি লাফানো বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। শূন্য রানে আউট হয়ে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম লেখান তিনি।

তার টেস্ট ক্যারিয়ারের এটি দ্বাদশ ‘ডাক’, অধিনায়ক হিসেবে অষ্টম। রেকর্ড ছুঁলেন এখানেই, ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি শূন্যে পাশে বসলেন মহেন্দ্র সিং ধোনির। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১৩ বার শূন্য রানে আউট হওয়া সৌরভ গাঙ্গুলির সঙ্গীও কোহলি।

থিতু হয়ে ফিরেন অজিঙ্কা রাহানে। রোহিতকে থামান বেন স্টোকস। ৭ চারে ১৪৪ বলে ৪৯ রান করেন ভারতীয় ওপেনার। এরপর রবিচন্দ্রন অশ্বিনও ফিরে গেলে চাপে পড়ে যায় ভারত।

১৪৬ রানে ৬ উইকেট হারানো স্বাগতিকদের পথ দেখান পান্ত। ৮২ বলে ফিফটি স্পর্শ করার পর চড়াও হন বোলারদের উপর। পরের পঞ্চাশ আসে কেবল ৩৩ বলে। জো রুটকে ছক্কায় উড়িয়ে ১১৫ বলে স্পর্শ করেন সেঞ্চুরি।

কাঙ্ক্ষিত তিন অঙ্ক ছোঁয়ার পরপরই ফিরে যান পান্ত। অ্যান্ডারসনের বলে ক্যাচ দেন শর্ট মিড উইকেটে। ১১৮ বলে ১৩ চার, দুই ছক্কায় করেন ১০১ রান। ভাঙে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে তার ১১৩ রানের জুটি।

৯৬ বলে পঞ্চাশে পৌঁছানো সুন্দর দিনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন আকসার প্যাটেলকে নিয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ২০৫

ভারত ১ম ইনিংস: (আগের দিন ২৪/১) ৯৪ ওভারে ২৯৪/৭ (রোহিত ৪৯, পুজারা ১৭, কোহলি ০, রাহানে ২৭, পান্ত ১০১, অশ্বিন ১৩, সুন্দর ৬০*, আকসার ১১*; অ্যান্ডারসন ২০-১১-৪০-৩, স্টোকস ২২-৬-৭৩-২, লিচ ২৩-৫-৬৬-২, বেস ১৫-১-৫৬-০, রুট ১৪-১-৪৬-০)।