ক্যাটাগরি

শ্রেয়া ঘোষালের সংসারে আসছে নতুন অতিথি

মা হতে যাওয়ার খবরটি ইন্সটাগ্রামে নিজেই জানালেন ভারতীয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। আগত সন্তানকে নিজের ও স্বামির নামের সঙ্গে মিলিয়ে ‘শ্রেয়াদিত্য’ বলেও সম্বোধন করেন এই গায়িকা।

বৃহস্পতিবার সকালে পোস্ট করা ছবিতে দেখা যায়, আরামদায়ক কাপড়ে নিজ বাসার বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন শ্রেয়া। পরম মমতায় ধরে আছেন ‘বেবি বাম্প’।

ছবির নিচে তিনি আশির্বাদ চেয়ে লেখেন, “শ্রেয়াদিত্য আসছে। শিলাদিত্য আর আমি এই খবর জানাতে পেরে দারুণ রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। আমাদের জীবনে এই নতুন অধ্যায়ের শুরু জন্য সকলের ভালোবাসা ও আশির্বাদ কাম্য।”

তার এই পোস্ট ধরে ভারতীয় গনমাধ্যম জানায়, শ্রেয়া ঘোষাল ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন ২০১৫ সালে। ৫ ফেব্রুয়ারি ছিল তাদের বিবাহবার্ষিকী। আর মার্চের শুরুতেই তিনি দিলেন এই সুখবর।