শুক্রবার সকালে উপজেলার
কুর্শা ইউনিয়নের বাহারপুর সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত তন্ময় ইসলাম
(২৪) উপজেলার কুন্টিয়াচর গ্রামের কালু সেখের ছেলে।
কুর্শা ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান ওমর আলী জানান, সকালে কয়েকজন শ্রমিক মাটি কাটার জন্য শ্যালো ইঞ্জিন চালিত
ট্রলিতে ইটভাটায় যাচ্ছিলেন।
“বাহারপুর ব্রিজের
কাছে মোড় ঘুরতে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই সময় ট্রলির আরোহী তন্ময়
ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন।”
মিরপুর থানার পরিদর্শক
(তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, ইটভাটার ট্রলি উল্টে একজনের মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থল
থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে এই ঘটনায়
কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি।