পোড়াদহ রেলওয়ে থানার ওসি শাহাবুদ্দিন জানান, মালবাহী ট্রেনটি গম নিয়ে ঈশ্বরদী থেকে ফরিদপুরে যাচ্ছিল। শুক্রবার বেলা পৌনে ২টার দিকে কুষ্টিয়া মিলপাড়া ঘোরলাইন এলাকায় সেটি দুর্ঘটনায় পড়ে।
ওই ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হলে ওই রুট দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পাকশীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা প্রকৌশলী বীরবল মণ্ডল জানান, দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
“ওই জায়গায় লাইনটি সিঙ্গেল হওয়ায় উদ্ধার কাজে সময় একটু বেশি লেগে যাবে। মেইন লাইন বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই রুটের সকল ট্রেন চলাচল বন্ধ থাকবে।”
উদ্ধার কাজ শেষ করে আবার ট্রেন চালু হতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি এই রেল কর্মকর্তা।
পোড়াদহ রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত স্টেশন মস্টার শরিফুল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা উদ্ধারকারী ট্রেন তার স্টেশনে প্রবেশ করে বেলা ৩টা ৫৫মিনিটে। সেখানে শান্টিং শেষে বিকেল সাড়ে ৪টায় ছেড়ে যায় ঘটনাস্থলের দিকে। আধা ঘণ্টা পর ট্রেনটি সেখানে পৌঁছলে উদ্ধারকাজ শুরু হবে।