সংবাদ
পাঠের পাশাপাশি নাটকেও একজন ‘ট্রান্সজেন্ডার নারীকে’ যুক্ত করার ঘোষণা দিয়েছে বৈশাখী
টেলিভিশন।
এই
টেলিভিশন স্টেশনের উপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন শুক্রবার
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে বৈশাখী টেলিভিশন এই
ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।
“আনন্দের
সঙ্গে জানাচ্ছি যে বৈশাখী টেলিভিশন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছর, স্বাধীনতার
মাস মার্চে নারী দিবস উদযাপনের প্রাক্কালে আমাদের চ্যানেলের সংবাদে ও নাটকে দুই জন
ট্রান্সজেন্ডার নারীকে যুক্ত করেছি।
“দেশের
মানুষ এই প্রথম কোনো পেশাদার সংবাদ বুলেটিনে খবর পাঠ করতে দেখবেন একজন ট্রান্সজেন্ডার
নারীকে; যা স্বাধীনতার ৫০ বছরে দেশে আগে কখনো ঘটেনি।”
আসছে
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে যাকে প্রথমবার খবর পড়তে দেখা যাবে, তার নাম
তাসনুভা আনান শিশির।
একইভাবে
এ টেলিভিশনের বিনোদন বিভাগের নিয়মিত নাটকে মূল চরিত্রগুলোর একটিতে যুক্ত হচ্ছেন আরেকজন
ট্রান্সজেন্ডার নুসরাত মৌ।
তাকেও
প্রথমবার পর্দায় দেখা যাবে নারী দিবসে; ধারাবাহিক নাটক চাপাবাজ’ এর একটি পর্বে।
নাটকটি প্রচারিত হবে ৮ মার্চ রাত ৮টা ৪০ মিনিটে।