ক্যাটাগরি

মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ম্যাচগুলোর সূচি পরে ঠিক করা হবে।

আগামী ২৫-২৬ ও ৩০ মার্চ ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের দুটি করে ম্যাচ খেলার কথা ছিল মহাদেশটির ১০টি দলের।

দক্ষিণ আমেরিকান ফুটবলারদের বিশাল এক অংশ খেলে ইউরোপের ক্লাবগুলোয়। কোয়ারেন্টিন বিধিনিষেধের কারণে তারা খেলোয়াড়দের ছাড়তে চাইছে না।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে এমন দেশগুলোকে ‘লাল তালিকাভুক্ত’ করেছে যুক্তরাজ্য সরকার, সেই তালিকায় রয়েছে দক্ষিণ আমেরিকার সব দেশ। খেলোয়াড়দের জন্যও নেই কোনো ছাড়। যুক্তরাজ্যে খেলা খেলোয়াড়দের সেখান থেকে ফিরে নির্দিষ্ট হোটেলে ১০ দিন কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। এই কারণেই মূলত প্রিমিয়ার লিগের দলগুলো খেলোয়াড়দের ছাড়তে চাইছে না।

আবার করোনাভাইরাসে জেরবার ব্রাজিল থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে কলম্বিয়া। সেখানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের ম্যাচটি হওয়া নিয়ে শঙ্কা ছিলই। কলম্বিয়া ছাড়াও নেইমারদের আরেকটি ম্যাচ ছিল আর্জেন্টিনার বিপক্ষে। লিওনেল মেসিদের অন্য ম্যাচটি খেলার কথা ছিল উরুগুয়ের বিপক্ষে।