ক্যাটাগরি

ইউসিবির গ্রাহকদের জন্য কক্সবাজারে ইম্পেরিয়াল লাউঞ্জ

রোববার কক্সবাজারে
এই লাউঞ্জের উদ্বোধন হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউসিবি ইম্পেরিয়াল
ব্যাংকিং এর গ্রাহক এবং ইউসিবি ক্রেডিট কার্ড গ্রহীতারা এই ‘আধুনিক ও অভিজাত’ লাউঞ্জে
আতিথ্য গ্রহণ করতে পারবেন।

ইউসিবি জানায়, ব্যাংকের
ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল প্রধান অতিথি হিসেবে এ লাউঞ্জের উদ্বোধন করেন।

ইউসিবির উপ-ব্যবস্থাপনা
পরিচালক হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান,
উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব
ব্র্যান্ড মার্কেটিং এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স জাভেদ ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা
এ সময়উপস্থিত ছিলেন।