ক্যাটাগরি

নারায়ণগঞ্জে হকারদের বিক্ষোভ, অগ্নিসংযোগ

রোববার সন্ধ্যায় ৭টার দিকে নগরে চাষাঢ়া সাধু পৌলের গির্জার সামনে বঙ্গবন্ধু রোডে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুর রহমান আসাদ জানান, তারা শান্তিপুর্ণ কর্মসূচি শেষে যে যার মতো ফিরে গেছেন। কিছু হকার দোকান বসানোর জন্য ঘোরাঘুরি করলে সদর থানার ওসির নেতৃত্বে পুলিশ তাদের অলিতে-গলিতে ঢুকে লাঠিচার্জ করে।

“এক পর্যায়ে বিক্ষুব্ধ হকাররা রাস্তায় নেমে আসে। তখন তারা  সড়কে কাপড় ফেলে অগ্নিসংযোগ করে।”

পুলিশের লাঠিপেটায় কয়েকজন হকার আহত হয়েছে বলছেন তিনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ্ জামান জানান, ফুটপাতে বসতে দেওয়ার দাবিতে হকাররা কালিবাজারে এবং চাষাঢ়ায় সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছে। এ সময় তারা পুরনো কাপড়ে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে।

২০১৮ সালের ১৬ জানুয়ারি বঙ্গবন্ধু সড়কে হকার বসানো নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবং তার সমর্থকদের ওপর হামলায় সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়। ওই ঘটনায় জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়নি।

পরে জেলা ও পুলিশ প্রশাসন বঙ্গবন্ধু সড়ক বাদ দিয়ে নগরীর চারটি সড়কের ফুটপাতে হকারদের বসার জন্য সাময়িক অনুমতি দেয়। কিন্তু হকাররা ওই চারটি সড়ক ছাড়াও বঙ্গবন্ধু সড়কের ফুটপাত দখল করে বসে। এতে পথচারীসহ নগরবাসীকে চলাচলে ভোগান্তি পোহাতে হয়।