যাদের স্তন অপেক্ষাকৃত ভারী তাদের নড়াচড়ার সময় ব্যথা ও ঘুমের সমস্যা হতে পারে। এজন্য যে কোনো রকমের পাতলা আরামদায়ক বন্ধনী ব্যবহার করতে হবে।
বক্ষবন্ধনী বেশি চেপে বসে থাকলে হাঁসফাঁস লাগতে পারে; ফুলে যেতে পারে শরীরের কোনো জায়গা। এরকম হলে অবশ্যই সঠিক মাপের বক্ষবন্ধনী কেনা জরুরি।
কোনো কোনো নারীর বেলায় শরীরের দুই স্তনের আকার সমান থাকে না। এতে তাদের সঠিক মাপের বক্ষবন্ধনী পেতে সমস্যা হয়। এক্ষেত্রে ‘স্ট্রেচ কাপড়’ বা টানলে চওড়া হয় এমন অন্তর্বাস ব্যবহার করা যেতে পারে।