কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতাবুল্লাহ সোমবার এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত হাসান মিয়া (২৫) জেলার লাকসাম উপজেলার ভোচপাড়া গ্রামের শহীদুল্লার ছেলে।
রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠ গড়ায় ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীজী মো. নূরুল ইসলাম মামলার নথির বরাতে জানান, ২০১৯ সালের ১৫ জুলাই কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা ফেরদৌসের আদালতে একটি হত্যা মামলার শুনানি ছিল। আদালতে ঢোকার সময় হাসান নামে এক আসামি ছুরি মারেন ফারুক হোসেন (৩০) নামে এক আসামিকে। ফারুক বিচারকের খাস কামরায় ঢুকে যান। পিছু ধাওয়া করে ফারুককে টেবিলের ওপর ফেলে উপর্যুপুরি ছুরিকাঘাত করেন হাসান। ফারুককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে এ ঘটনায় মামলা হয়। পুলিশ হাসানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
আইনজীজী নূরুল বলেন, এ মামলায় প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দেন। আদালত হাসানকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছে।