ক্যাটাগরি

শরণার্থী ক্যাম্প থেকে ২ ‘রোহিঙ্গা অপহরণকারী’ গ্রেপ্তার

কক্সবাজার-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে উপজেলার হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের আলী জোহারের ছেলে নুরুল ইসলাম (২২) ও একই ক্যাম্প ও ব্লকের জালাল আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২৫)।

অপহৃত সাইফুল ইসলাম (৩২) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী পাড়ার মমতাজ মিয়ার ছেলে।

এসপি তারিকুল বলেন, গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের সামনে থেকে স্থানীয় বাংলাদেশি নাগরিক সাইফুলকে একদল দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাৎক্ষণিকভাবে  উদ্ধার অভিযান শুরু করে।

“অভিযানের মুখে দুর্বৃত্তরা সাইফুলকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসা শেষে ওইদিনই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”

তিনি বলেন, “সোমবার দুপুরে উদ্ধার ব্যক্তিকে সঙ্গে নিয়ে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরনার্থী ক্যাম্পে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এতে উদ্ধার ব্যক্তির শনাক্ত মতে দুই অপহরণকারিকে নিজেদের বসত ঘর থেকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তার দুই অপহরণকারী চিহ্নিত সন্ত্রাসী। তারা রোহিঙ্গা সন্ত্রাসী দল পুতিয়া গ্রুপের সক্রিয় সদস্য। অপহরণসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তরিকুল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।