ক্যাটাগরি

মাগুরায় জামাত-শিবিরের ৭ কর্মীর কারাদণ্ড

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান সোমবার এ সাজা দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- ফারুক, সরোয়ার, কামাল, নাজমুল, নাজিমুদ্দিন, ইমরুল ও শাওন।

সরকার পক্ষের আইানজীবী অ্যাডভোকেট ওয়াজেদা সিদ্দিকী জানান, ২০১৩ সালের ২৯ অগাস্ট জামাত শিবিরের বেশ কিছু নেতাকর্মী মাগুরার শালিখা উপজেলার ছান্দড়া গ্রামে মদিনাতুল উলুম মাদরাসা সংলগ্ন মজসিদে গোপন বৈঠক করছিলেন।

খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পুলিশের উপর হামলা করে। এ ঘটনায় পুলিশের দুই এসআই মারাত্মকভাবে আহত হন।

পরে এ ঘটনায় শালিখা থানায় ১৫ জন জামাত নেতাকর্মীসহ অজ্ঞাত পরিচয় ২৫-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।