চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার সোমবার এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. নাসির উদ্দিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফাঁসির পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করেছে আদালত।
এই মামলার অভিযোগপত্রভুক্ত ১০ আসামির মধ্যে একজনের মৃত্যু হওয়ায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি নয় জনের মধ্যে আটজন পলাতক। কারাগারে থাকা অপরজন রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
২০০৩ সালের ১ নভেম্বর হত্যা করা হয় ফটিকছড়ি উপজেলার ৮ নম্বর ইউনিয়নের কচুয়াপার নেছার আহমেদ তোতাকে হত্যার দায়ে তাদের এই দণ্ড হয়েছে।
বিস্তারিত আসছে…