ক্যাটাগরি

টেকসই উন্নয়ন নিশ্চিতে চাই জেন্ডার সমতা: টিআইবি

সোমবার
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান
বলেন, “বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাই নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া
টেকসই উন্নয়ন যেমন অসম্ভব, তেমনি নেতৃত্বে নারীর কার্যকর অংশগ্রহণ ছাড়া জেন্ডার সমতা
ও সুশাসন নিশ্চিত করাও সম্ভব নয়।”

জেন্ডার
অসমতা সুশাসন, টেকসই উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনকে বাধাগ্রস্ত করে বলে মন্তব্য করেন
তিনি।

যেসব দেশে
জেন্ডার সমতা ও নারীর ক্ষময়তায়ন সাফল্যজনক, সেসব দেশ দুর্নীতি প্রতিরোধ করে সুশাসন
প্রতিষ্ঠায় সাফল্য পেয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটেও সুশাসনের
অভাব ও দুর্নীতির কারণে নারীর ক্ষমতায়ন কাঙ্খিত মাত্রায় অর্জন ব্যাহত হচ্ছে। আবার দুর্নীতির
কারণে পুরুষের তুলনায় নারীর ঝুঁকি বেশি।

“টিআইবি
পরিচালিত জাতীয় খানা জরিপ-২০১৭ এর তথ্যমতে সেবাগ্রহণকারী হিসেবে ৩১ দশমিক ৮ শতাংশ নারী
দুর্নীতির শিকার হয়েছে।”

ইফতেখারুজ্জামান
বলেন, “করোনা অতিমারি থেকে উত্তরণে সারা বিশ্বের মত বাংলাদেশেও পুরুষের পাশাপাশি নারীরা
সমানতালে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু এমন সময়েও নারীদের প্রতি সহিংসতা বন্ধ নেই।”

নারী দিবস
উপলক্ষে ৮ দফা দাবি জানিয়েছে টিআইবি।

এর মধ্যে
রয়েছে- কোভিড-১৯ সংকটকালে উপার্জনমূলক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিতে
যথাযথ ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ, নারীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ তৈরি,
রাজনৈতিক দলগুলোকে সরাসরি নারী প্রার্থী মনোনয়ন বাড়ানো এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা
রোধে জাতীয় পরিকল্পনা ২০১৩-২০২৫ বাস্তবায়ন।