সোমবার
ভোরে পাইকগাছা থানার পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার
মিজানুর রহমান (৪৫) স্থানীয় মাছ ব্যবসায়ী। তাকে আসামি করে গত রোববার রাতে ওই ছাত্রীর
মা বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেন। এ মামলায় অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করা
হয়েছে।
পাইকগাছা
থানার ওসি এজাজ শফী জানান, ধর্ষণের অভিযোগে
মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ
করা হয়েছে।
ওই
ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেন তিনি।
মামলার
এজাহার সূত্রে জানা যায়, মাছ ব্যবসায়ী মিজানুর রহমান মাছ বিক্রির জন্য ওই কিশোরীর বাড়িতে
প্রায়ই যাওয়া-আসা করতেন। এ কারণে ওই পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে তার।
কিশোরীকে
ভালোপাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আসছিলেন মিজানুর।
৩
মার্চ পাত্র দেখতে কিশোরী ও তার মা মিজানুরের বাসায় যান। কিছুক্ষণ পর মিজানুর ওই কিশোরী
এবং তার মাকে শরবত খেতে দেন। শরবত খাওয়ার পর কিশোরীর মা অচেতন হয়ে পড়েন।
পরে
কিশোরীকে কয়রা থানা এলাকার এক বাড়িতে নিয়ে ধর্ষণ করেন মিজানুর।
এদিকে
ঘণ্টা খানেক পর চেতনা ফিরে কিশোরীর মা আশপাশে কাউকে দেখতে না পেয়ে বাড়িতে ফিরে আসেন।
অনেক খোঁজাখুঁজির পরদিন মেয়েটিকে উদ্ধার করেন তারা বলে এজাহারে বলা হয়েছে।