ক্যাটাগরি

চ্যাম্পিয়নশিপ লিগে ফরাশগঞ্জ ও নোফেলের জয়

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার ঢাকা সিটি
এফসিকে ৩-০ গোলে হারিয়েছে নোফেল। তৃতীয় মিনিটে আব্দুল্লাহ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে
মোস্তাফিজুর ও জিওন ব্যবধান বাড়ান।

দিনের অন্য ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ১-০ গোলে হারায় ফরাশগঞ্জ
স্পোর্টিং ক্লাব। একমাত্র গোলটি পেনাল্টি থেকে ৮৭তম মিনিটে করেন আশিকুর।

৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে নোফেল স্পোর্টিং।
সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ফরাশগঞ্জ।

ছয় ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্বাধীনতা ক্রীড়া
সংঘ।