মঙ্গলবার ভোরে উপজেলার
ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার হুমায়ুন
কবির (৩৪) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কলমোহল গ্রামের আব্দুল হামিদের ছেলে।
জয়দেবপুর থানার এসআই
মো. রকিবুল ইসলাম জানান, দশ বছর বয়সী মেয়েটিকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এই ব্যাপারে
জয়দেবপুর থানায় মামলা হয়েছে। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
মেয়েটির ভাই সাংবাদিকদের
বলেন, রোববার সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফিরলে বাড়িতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে
ধর্ষণ করে হুমায়ুন। সোমবার সন্ধ্যায় ফের শিশুটিকে ধর্ষণ করতে চাইলে সে বিষয়টি তাকে
(ভাই) জানায়।
পরে ঘটনাটি তিনি জয়দেবপুর
থানায় জানালে পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে।