ক্যাটাগরি

বার্সার বিপক্ষে এবারও নেই নেইমার

এক বিবৃতিতে মঙ্গলবার ফরাসি ক্লাবটি জানায়, পুরোপুরি সেরে ওঠার অংশ হিসেবে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন নেইমার।

গত ১০ ফেব্রুয়ারি ফরাসি কাপের শেষ বত্রিশে ওঠার পথে কঁয়ের বিপক্ষে দলের ১-০ গোলে জয়ের ম্যাচে বাম অ্যাবডাক্টরে চোট পান নেইমার। ক্লাবের পক্ষ থেকে তখন জানানো হয়, তার সেরে উঠতে চার সপ্তাহের মতো লাগতে পারে।

সেই সময় পেরিয়ে গেলেও এখনও মাঠে ফেরা হয়নি ২৯ বছর বয়সী তারকার। এরই মাঝে গত মাসে তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনার মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়ে ফেরে পিএসজি।

ফিরতি পর্বের ম্যাচে এছাড়াও চোটের কারণে ডিফেন্ডার হুয়ান বের্নাত ও করোনাভাইরাসের কারণে ফরোয়ার্ড মোইজে কিনকে পাবে না পিএসজি।