মঙ্গলবার মেহেরপুর তামাক চাষি কল্যাণ সমিতির ডাকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচিতে অংশ নেন কয়েকশ চাষি।
পরে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাংনী উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক এবং গাংনী পৌর মেয়র আহম্মদ আলী চাষিদের দাবি সরকার কাছে তুলে ধরার আশ্বাস দিলে অনশন ভাঙেন তারা।
তামাক চাষিদের অভিযোগ, বিদেশি কম্পানিগুলোর কাছে জিম্মি হয়ে পড়েছে দেশীয় তামাক। তারা তামাকে ন্যায্য মূল্য পাচ্ছেন না।
অনশন চলাকালে বক্তব্য দেন মেহেরপুর তামাক চাষি কল্যাণ সমিতির সভাপতি রাসেল হোসেন, চাষি আকমল উদ্দিন, শাহিদ হোসেন, গোলাম কিবরিয়াসহ অনেকে।
তারা বলেন, বিদেশি কম্পানির একপেশে প্রতিযোগিতা এবং তামাক শিল্পনীতির কারণে দেশীয় কম্পানিগুলো হারিয়ে যেতে বসেছে। চাষিরাও নায্য মূল্য বঞ্চিত হচ্ছে।