স্প্যানিশ ক্লাবটি বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
মূল দল, নারী দল ও ক্লাবের ‘বি’
দলের সব খেলোয়াড় ও কোচরা নিজেদের মধ্যে এ বিষয়ে একমত হয়েছে।
পাশাপাশি মূল দলের খেলোয়াড় ও ক্লাব পরিচালকরা সহায়তা দিয়ে নিশ্চিত
করবেন যাতে ক্লাবের অন্য কর্মচারীরা এই সময়ে শতভাগ বেতন পান। দুই পক্ষই দেবে ৫০
শতাংশ করে।
কদিন আগে বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি জানান, সঙ্কটকালীন সময়ে তারাও বেতনের ৭০ শতাংশ কম নেবেন।
করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে ইউরোপের শীর্ষ লিগগুলোসহ বিশ্বের
প্রায় সব ধরনের খেলা। এর বিরূপ প্রভাব পড়েছে ক্লাবগুলোর আয়ে। ইতোমধ্যে
বুন্ডেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেন, বরুসিয়া মনশেনগ্লাডবাখ,
শালকে-০৪, হফেনহেইম কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে। একই সিদ্ধান্ত
নিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্তুসও।