ক্যাটাগরি

ভোটের সংঘাত: আত্মসমর্পণের পর কারাগারে হত্যামামলার ৫ আসামি

বুধবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে তারা আত্মসমর্পন করে
জামিনের আবেদন করেন।

মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বীর মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন
চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিরা জামিনের আবেদন করলে আমরা বিরোধিতা
করি। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

“আসামিরা উচ্চ আদালত খেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন জানুয়ারির
শেষ সপ্তাহে। তাদের এখানে আত্মসমর্পণের শর্তে ওই জামিন দেওয়া হয়েছিল।”

আত্মসমর্পণকারী পাঁচ আসামি হলেন- আবদুল ওয়াদুদ, আব্দুর রহিম রাজু, আলাউদ্দিন
আলো, মোহাম্মদ আলমগীর ও সালাউদ্দিন।

এছাড়া আগে থেকে হাজতে থাকা মামলার আরেক আসামি ওবায়দুল কবির মিন্টুর জামিন
আবেদনও এদিন নামঞ্জুর করে আদালত।

১২ জানুয়ারি নগরীর মোগলটুলি মগপুকুরপাড় এলাকায় ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের
আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী আব্দুল
কাদেরের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় গুলিবিদ্ধ হয়ে আজগর আলী বাবুল (৫৫) মারা যান এবং একজন গুলিবিদ্ধসহ
কয়েকজন আহত হন।

২৮ নম্বর ওয়ার্ডের গতবারের কাউন্সিলর আব্দুল কাদের নগর আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। এবার দল তাকে মনোনয়ন না দিয়ে
বাহাদুরকে মনোনয়ন দেয়।

আগে একাধিক মেয়াদে কাউন্সিলর নির্বাচিত হওয়া বাহাদুর প্রয়াত এবিএম মহিউদ্দিন
চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

ঘটনার পর রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী
কাদেরসহ ২৫ জনকে আটক করেছিল। 

আজগর আলী বাবুল হত্যায় তার ছেলে সেজান মাহমুদ সেতু বাদি হয়ে নগরীর ডবলমুরিং
থানায় আব্দুল কাদেরসহ ১৩ জনকে আসামি করে মামলা করেন।

কাদের জেলে থাকা অবস্থায় হওয়া নির্বাচনে ওই ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত
হন নজরুল ইসলাম বাহাদুর।

নিহত আজগর আলী বাবুল মহল্লা সর্দার এবং ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতিতে
সম্পৃক্ত ছিলেন।

আরও পড়ুন:


চট্টগ্রামে নির্বাচনী সংঘাতে নিহত ১
 

সংঘাতে মৃত্যু: চট্টগ্রামে কাউন্সিলর প্রার্থী আটক, মামলা
 

যাদের মদদে খুন, তাদেরও বিচার চান নওফেল
 

সংঘাতে প্রাণহানি: কাউন্সিলর প্রার্থী কাদেরসহ ১১ জন রিমান্ডে
 

চট্টগ্রামে ভোটের সংঘাতে প্রাণহানি: আরেক আসামি গ্রেপ্তার
 

সংঘাতে মৃত্যু: চট্টগ্রামে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর জামিনে মুক্ত