কোভিড-১৯ পরিস্থিতিতে ভ্রমণের ওপর আরোপিত
বিধিনিষেধের কারণে বুধবার ম্যাচটি সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় উয়েফা। ম্যাচটি হওয়ার কথা
ছিল ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে।
আগের সময়েই বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়
দুই দলের ম্যাচটি হবে আগামী মঙ্গলবার।
তাদের প্রথম লেগের ম্যাচটিও জার্মানি
থেকে সরিয়ে নেওয়া হয়েছিল বুদাপেস্টে। গত ২৪ ফেব্রুয়ারির সেই ম্যাচে ২-০ গোলে জিতে এগিয়ে
রয়েছে সিটি।
নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায়
ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা ইংল্যান্ডের অন্য দলগুলোর ম্যাচও সরিয়ে নেওয়া হয়েছে নিরপেক্ষ
ভেন্যুতে। এই তালিকায় আছে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি ও আর্সেনাল।