ক্যাটাগরি

ছাত্রকে পিটুনি: হাটহাজারীর সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

বুধবার বিকালে রাঙ্গুনিয়ার
নিজ বাড়ি থেকে আল মারকাযুল কোরআন ইসলামিক একাডেমির শিক্ষক ইয়াহিয়াকে গ্রেপ্তার করা
হয় বলে পুলিশ জানায়।

হাটহাজারী সার্কেলের
অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই শিক্ষককে
তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলাও করা হচ্ছে ওই শিশুর
পরিবারের পক্ষ থেকে।”

মঙ্গলবার বিকালে হাটহাজারী
পৌর এলাকার আল মারকাযুল কোরআন ইসলামিক একাডেমির আবাসিক শিক্ষার্থী শিশুসন্তানকে দেখতে
আসেন তার মা। পরে চলে যাওয়ার সময় শিশুটি মায়ের পেছন পেছন ছুট দেয়। তা দেখে শিক্ষক ইয়াহিয়া
তাকে ঘাড় ধরে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে বেদম মারধর করেন।

শিশুটিকে মারধরের একটি
ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গভীর রাতে মাদ্রাসাটিতে অভিযান চালিয়ে
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন আট বছরের শিশুটিকে উদ্ধার এবং শিক্ষক
ইয়াহিয়াকে ধরে আনেন।

কিন্তু শিশুটির পরিবারের
পক্ষ থেকে তখন কোনো অভিযোগ না করায় শিক্ষককে বুধবার সকালে ছেড়ে দেওয়া হয়।

তবে অতিরিক্ত পুরিশ
সুপার শাহাদাত হোসেন বলেছিলেন, ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে এনে জানতে চাওয়া
হবে কেন সে এ ঘটনা ঘটিয়েছে।