বুধবার তিনি ঢাকা
মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন চাইলে হাকিম রাজেশ
চৌধুরী আগামী ১১ এপ্রিল পর্যন্ত তার জামিন বাড়িয়ে দেন।
হত্যাচেষ্টার মামলার পর বিদেশে চলে
যাওয়া রন (মাহবুবুল হক সিকদার) তার বাবা জয়নুল হক সিকদারের মৃত্যুর পর গত ১২
ফেব্রুয়ারি দেশে ফিরেই গ্রেপ্তার হয়েছিলেন।
বিমানবন্দরে থেকে তাকে গ্রেপ্তারের
পরদিনই আদালত ১০ মার্চ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।
সেই সময় পেরিয়ে যাওয়ায় বুধবার তিনি
আদালতে হাজির হন।
মামলার বাদী পক্ষ জামিনের বিরোধিতা
করে রনকে কারাগারে পাঠানোর আবেদন করলেও আদালত তা নাকচ করে দেয়।
রন ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায়
আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদনও করেছেন। আগামী ১১ এপ্রিল সে বিষয়ে শুনানি
হবে।
ন্যাশনাল ব্যাংকের পরিচালক রন ও
তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)
মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে অপহরণ করে
হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত বছর ১৯ মে গুলশান থানায় একটি মামলা হয়।
এরপর গত ২৫ মে সিকদার গ্রুপের
মালিকানাধীন একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে দুই ভাইয়ের ব্যাংককে পাড়ি জমানোর খবর
আসে সংবাদ মাধ্যমে।