ক্যাটাগরি

লরি চাপা পড়া ৪ পুলিশ মারা যাচ্ছেন, তিনি করছিলেন ভিডিও

বিবিসি জানায়, গত বছর মেলবোর্নের একটি ফ্রিওয়েতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নির্ধারিত সীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানোর অপরাধে ওই চার হাইওয়ে পুলিশ কর্মকর্তা পিউসির গাড়ি থামিকে তাকে গ্রেপ্তার করছিলেন।

ঠিক ওই সময় পাশ দিয়ে যাওয়া একটি লরির ধাক্কায় চার পুলিশ কর্মকর্তাই ছিটকে রাস্তায় পড়ে যান। লরিটি নিজের লেন থেকে বাইরে বেরিয়ে তাদের ধাক্কা দেয়।

লরির ধাক্কায় চার পুলিশ কর্মকর্তাই ঘটনাস্থলে নিহত হন। কয়েক মিটার দূরে দাঁড়ানো পিউসি অক্ষত থেকে যান। ওই ঘটনার পর পুলিশ সদস্যদের সাহায্যে এগিয়ে না গিয়ে পিউসি মোবাইল বের করে তিন মিনিটের বেশি সময় ধরে ভিডিও করেন।

মেলবোর্ন ফ্রিওয়েতে লরি চাপায় নিহত চার পুলিশ কর্মকর্তা।

মেলবোর্ন ফ্রিওয়েতে লরি চাপায় নিহত চার পুলিশ কর্মকর্তা।

পরে পিউসির বিরুদ্ধে জনসম্মুখে অসভ্য আচরণ করার মত বিরল অভিযোগ আনা হয়। এছাড়াও তার বিরুদ্ধে মাদক এবং অন্যান্য কয়েকটি অভিযোগও এনেছে পুলিশ।

আলাদতে পিউসির বিরুদ্ধে হওয়া মামলার ‍শুনানিতে বলা হয়, সে উঠে দাঁড়িয়ে সিনিয়র কন্সটেবল লিনেট টেইলরকে বিদ্রুপ করা শুরু করে। অথচ, টেইলর তখনও লরির নিচে চাপা পড়ে ছিলেন এবং খুব সম্ভবত বেঁচেও ছিলেন।

টেইলরের বডি ক্যামেরায় ধরা পড়া ভিডিওতে পিউসিকে বলতে শোনা যায়, ‘‘এখানে যা হচ্ছে, চমৎকার, নিশ্চিতভাবেই চমৎকার।

‘‘আমি শুধু চেয়েছিলাম বাড়িতে যেতে এবং কিছু সুশি খেতে। তারা আমার পোর্সে স্পোর্টস কারটি নষ্ট করেছে।”

তারপরই তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

লরি চালক মহিন্দর সিং বাজওয়ার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালিয়ে মানুষ হত্যার অভিযোগসহ আরো কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ সপ্তাহে আদালতে তার মামলার শুনানি হবে।

মর্টগেজ ব্রোকার ৪২ বছরের পিউসিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রথমে তার বিরুদ্ধে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, মাদক রাখা এবং বেপরোয়া আচরণ করার ‍অভিযোগ দায়ের করা হয়।

পরে পুলিশ তার কাছ থেকে ভিডিওটি উদ্ধার করে। যেটি তিনি নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করেছিলেন।

ভিডিওটিতে তিনি যে ভাষায় কথা বলেছেন তা শুনে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।