ক্যাটাগরি

মার্চে মুক্তি পাচ্ছে সাত চলচ্চিত্র

১২ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেলোয়র জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’। এতে অভিনয় করেছেন দীঘি; ট্রেইলার প্রকাশের পর ছবিটি নিয়ে দীঘির সমালোচনার মধ্যে তার বিরুদ্ধে মানহানির মামলার হুমকি দিয়েছেন পরিচালক ঝন্টু। দীঘি ছাড়াও এতে অভিনয় করেছেন আসিফ ইমরোজ, আমির সিরাজী।

১৯ মার্চ মুক্তি পাচ্ছে চারটি চলচ্চিত্র; এর মধ্যে রয়েছে তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’, হাবিবুর রহমানের ‘অলাতচক্র’, নার্গিস আক্তারের ‘যৌবতী কন্যার মন’ ও অরণ্য পলাশের ‘গন্তব্য’।

তরুণদের একটি ব্যান্ডকে ঘিরে আবর্তিত হওয়ার গল্পে নির্মিত ‘স্ফুলিঙ্গ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন পরীমনি, জাকিয়া বারী মম, শ্যামল মওলা, রওনক হাসান, মামুনুর রশীদ, আবুল হায়াত, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু।

আহমদ ছফার উপন্যাস অবলম্বনে নির্মিত দেশের প্রথম ত্রিমাত্রিক চলচ্চিত্র ‘অলাতচক্র’-তে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও আহমেদ রুবেল।

নাট্যচার্য সেলিম আল দীনের মঞ্চনাটক ‘যৈবতী কন্যার মন’ অবলম্বনে নার্গিস আক্তারের চলচ্চিত্রে কালিন্দী চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সায়ন্তনী দত্ত ও আলাল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের আব্দুন নূর।

‘গন্তব্য’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, আইরিন, আমান রেজা, আফফান মিতুলসহ আরও অনেকে। ১৯ মার্চ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে ১৭ মার্চ এনটিভিতে ছবির প্রিমিয়ার হবে।

২৬ মার্চ টেলিভিশনে ও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহরিয়ার নাজিম জয়ের ‘প্রিয় কমলা’; এতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী।

৩০ মার্চ ওটিটি প্লাটফর্ম জিফাইভে মুক্তি পাচ্ছে শিহাব শাহীনের ওয়েব চলচ্চিত্র ‘যদি কিন্তু তবুও’; এতে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ফারিয়া।