আহমেদাবাদে গত শনিবার শেষ হওয়া চতুর্থ টেস্ট ইনিংস ব্যবধানে জিতে ৩-১-এ সিরিজ নিজেদের করে নেয় ভারত। একমাত্র ইনিংসে ১১৮ বলে ১০১ রান করেন পান্ত। বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে সাত নম্বরে আছেন এই কিপার ব্যাটসম্যান, যেখানে তার সঙ্গী রোহিত শর্মা ও নিউ জিল্যান্ডের হেনরি নিকোলস। তিন জনেরই রেটিং পয়েন্ট ৭৪৭। ভারতের কোনো বিশেষজ্ঞ টেস্ট কিপারের সর্বোচ্চ রেটিং এটিই। রোহিত এগিয়েছেন এক ধাপ।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ ছয়টি স্থানে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে আছেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। পাঁচে থাকা ভারত অধিনায়ক বিরাট কোহলির রেটিং পয়েন্ট কমে হয়েছে ৮১৪, যা ২০১৭ সালের নভেম্বরের পর তার সর্বনিম্ন। ২০১৬ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার ৭০০ এর নিচে নেমেছে চেতেশ্বর পুজারার রেটিং।
৩২ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জেতা অশ্বিন বোলারদের র্যাঙ্কিংয়ে নিল ওয়্যাগনারকে টপকে দুই নম্বরে উঠেছেন। নিউ জিল্যান্ডের পেসার নেমে গেছেন তিনে। দুই ধাপ এগিয়ে চারে উঠেছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। আগের মতো শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
আকসার প্যাটেল আট ধাপ এগিয়ে ৩০তম স্থানে আছেন। শেষ টেস্টে ৯ উইকেট নেওয়া ভারতের বাঁহাতি স্পিনারের রেটিং পয়েন্ট ৫৫২। ক্যারিয়ারের প্রথম তিন টেস্টের পর তার চেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জন করতে পেরেছেন কেবল দুজন বোলার- ভারতের সাবেক লেগ স্পিনার নরেন্দ্র হিরওয়ানি (৫৬৪ ) ও অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার চার্লি টার্নার (৫৫৩)।
অশ্বিনের উন্নতি হয়েছে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও। এক ধাপ এগিয়ে চারে আছেন তিনি। পাঁচে নেমে গেছেন সাকিব আল হাসান। এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন ইংল্যান্ডের বেন স্টোকস। শীর্ষে আছেন যথারীতি ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।