ক্যাটাগরি

রংপুরে খালার বাড়ি বেড়াতে গিয়ে শিশু ধর্ষণের শিকার

বুধবার রংপুর মহানগরীর
মোল্লাপাড়ায় খালার বাসায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার মকবুল (৩০)
নগরীর মোল্লাপাড়ার আনিছার রহমানের ছেলে।

রংপুর মহানগর পুলিশের তাজহাট
থানার ওসি আক্তারুজ্জামান প্রধান বলেন, নগরীর এরশাদ নগরের বাসিন্দা ওই শিশু (৯)
খালার বাড়ি মোল্লাপাড়ায় বেড়াতে এসেছিল। দুপুরে বাড়িতে একা পেয়ে শিশুটির খালুর ছোটো
ভাই মকবুল তাকে ধর্ষণ করেন।

এই সময় শিশুটির চিৎকার
শুনে তার খালুসহ আশপাশের লোকজন ছুটে এসে হাতেনাতে মকবুলকে আটক করে পুলিশে খবর দেন
বলে ওসি জানান।

এই বিষয়ে মামলা
প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।