ক্যাটাগরি

আবারও মা মেয়ে জুটি

অপর্ণা সেন পরিচালিত ‘পিকনিক’, ‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’, ‘ফিফটিন পার্ক অ্যাভিনিউ’ সহ বেশকিছু ছবিতে কাজ করেছেন টালিউড অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা।

আবারও কঙ্কনাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন মা অপর্ণা সেন। ছবির নাম ‘দি রেপিস্ট’।

শিকার নয়, বরং অপরাধ সংগঠনের পর শিকারীর পরিবারের মানুষদের কী অবস্থায় পড়তে হয় তাই ফুটে উঠবে এই সিনেমায়। এতে আরও অভিনয় করবেন অর্জুন রামপাল এবং তন্ময় ধানানিয়া।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অপর্ণা বলেন, “নির্যাতিতা কীভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা ছবির মূল বিষয় নয়। ভয়ঙ্কর একটা ঘটনার পর অপরাধীদের বাড়ির লোকজন কতটা আঘাত পায়, তাদের আদর্শগত দৃষ্টিভঙ্গী কীভাবে পরিবর্তিত হয়, সেটাই উঠে আসবে ছবিতে।”

এই ছবিটি পরিচালনার সঙ্গে গল্পও লিখেছেন অপর্ণা সেন।

তিনি আরও বলেন, “’ছবির গল্প লেখার সময় আমার যেটা মাথায় ছিল সেটা হল তিন ধর্ষকের মানসিকতা। এদেশে কিছু শহুরে বস্তি রয়েছে। যেখানকার মানুষ শিক্ষিত হওয়ার পরও পুরানো ধ্যান ধারণা নিয়ে বাঁচে। ধর্ষক তৈরির জন্য সমাজ কতটা দায়বদ্ধ এমনই একটি কঠিন বিষয় উঠে আসবে এই ছবিতে। ধর্ষণের ঘটনার পর নির্যাতিতা কীভাবে আতঙ্কের মধ্যে দিন কাটায় এবং তার পারিপার্শ্বিক পরিস্থিতিত কেমন হবে, সেগুলিও ছবিতে উঠে আসবে।”

তবে বাংলায় নয়, হিন্দি ভাষায় ছবিটি তৈরি করছেন তিনি। এর ‘সারি রাত’ ও ‘সোনাটা’ দুটি হিন্দি ছবি তৈরি করেছিলেন তিনি।

সব কিছু ঠিক থাকলে মার্চ মাস থেকে শুরু হবে নতুন ছবির কাজ।