বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর জামালখান মোড়ের দুই পাশের
ফুটপাতে এই আয়োজন করে ‘ফেইলড ক্যামরা স্টোরিজ’ নামের একটি সংগঠন।
ফুটপাতে ত্রিপলে বিছিয়ে রাখা বই থেকে পছন্দের বই খুঁজে নিতে ভিড় করেছিলেন
বিভিন্ন বয়সী স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আয়োজক প্রতিষ্ঠানের ডেপুটি ডিরেক্টর অঙ্কন দে অনিমেষ বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, “সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের এ আয়োজন। আগ্রহী যে কেউ নিজের
কাছে থাকা এক বা একাধিক বই জমা দিয়ে রেজিস্ট্রেশন করলে পান একটি টোকেন।
“কবিতা, গল্প বা উপন্যাস- যে ধরনের বই দিয়ে রেজিস্ট্রেশন করবেন, তিনি সেই
ধরনের অন্য একটি বই নিতে পারবেন বিনামূল্যে।”
আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “আমাদের এখানে এখানও বই কেনার ধারণাটাই
সচল। চট্টগ্রামে বই বিনিময়ের ধারণা প্রতিষ্ঠিত করতে আমরা এ আয়োজন করেছি।”
দুপুরে সেখানে মা’র সঙ্গে বই নিয়ে আসেন শিক্ষার্থী মিথিলা। তিনি জানান,
তিনটি বই দিয়ে নিবন্ধন করে বিনিময়ে পছন্দের অন্য তিনটি বই নিয়েছেন তিনি।
“এটা খুব ভালো আয়োজন,” বলেন মিথিলা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স প্রথম বর্ষের শিক্ষার্থী নুখ্যাইমং
মার্মা বলেন, “ফেইসবুকে দেখে এখানে এসেছি পাঁচটি বই নিয়ে। এখন নিজের পছন্দের বই খুঁজছি।
আয়োজনটা ভালো। আমার সাথে আমার বন্ধুরাও এসেছে।”
রাতে আয়োজক অঙ্কন দে জানান, সারাদিনে প্রায় ১০ হাজার বই বিনিময় হয়েছে।