ক্যাটাগরি

নিউ ইয়র্ক পুলিশের অক্সিলারি লেফটেন্যান্ট হলেন সৈয়দ এনায়েত

৯ মার্চ আনুষ্ঠানিকভাবে তাকে পদোন্নতি দেওয়া হয়।

সৈয়দ এনায়েত বাংলাদেশ জাতীয় বক্সিংয়ের প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং দক্ষিণ এশিয়া গেইমসে রানার্সআপ বক্সার।

১৯৮৮ সালের বডি বিল্ডিংয়ে হেভিওয়েট ‘মিস্টার বাংলাদেশ’ ১৯৮৯ সালে  আমেরিকায় এসেছেন। তিনি অক্সিলারি পুলিশ হিসেবে ২০০২ সালে যোগ দেন এবং ২০০৯ সালে প্রথম অক্সিলারি পুলিশ সার্জেন্ট হিসেবে পদোন্নতি পান।

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ১৯৫০ সালে অক্সিলারি পুলিশ গঠন করে। এটি মূলত ভলান্টারি সার্ভিস। কোনও পারিশ্রমিকের বিনিময়ে নয়, বরং কমিউনিটিকে সাহায্যের উদ্দেশে শতাধিক বাঙালি কাজ করছেন। এনায়েত আলী বর্তমানে কুইন্স নর্থের ১১৪ প্রেসিঙ্কটে কর্মরত রয়েছেন।

এছাড়াও তিনি বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপার) করেসপন্ডিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী কুইন্স নর্থের ১১৪ নম্বর পুলিশ প্রেসিঙ্কটে এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!