ক্যাটাগরি

নারায়ণগঞ্জে কারখানার মেশিনে সুতায় পেঁচিয়ে মৃত্যু

বৃহস্পতিবার বিকেলে শহরের পাইকপাড়া এলাকায় ‘এবিএস’ নামের ওটি সুতা তৈরি
কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ্ জামান।

নিহত মো. আলম (৬৫) রূপগঞ্জের তারাব নোয়াপাড়ার এলাকার ফজলুল করিমের ছেলে।
তিনি ওই কারখানায় গত সাত মাস ধরে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত ওসি জানান, সুতা তৈরি কারখানায় নিটিং মেশিন চালাতেন
আলম।

“হঠাৎ মেশিনে সুতা পেঁচিয়ে গেলে তিনি তা খুলতে যান। এ সময় তিনি নিজেই সুতায়
পেঁচিয়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল
মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি বলেন তিনি।