ক্যাটাগরি

পুলিশের ওপর হামলার মামলায় কোম্পানীগঞ্জের বাদল কারাগারে

জেলার পুলিশ
সুপার মো. আলমগীর হোসেন জানান, বাদলকে শুক্রবার বেলা
১টার দিকে নোয়াখালীর
মুখ্য বিচারিক হাকিমের
আদালতে তোলা হয়। বাদলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক শোয়েব উদ্দিন খান।

পুলিশ
সুপার বলেন, বাদলের বিরুদ্ধে
একাধিক মামলা রয়েছে। গত শুক্রবার
কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাটে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে
বাধা দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর আদালতে পাঠানো হয়।

সংঘর্ষের পর থমথমে বসুরহাট, আটক ২৭

কাদের মির্জার বিরুদ্ধে আ.লীগ নেতাকে মারধরের অভিযোগ
 

এর আগে বৃহস্পতিবার
তাকে আটক করে পুলিশ।

কোম্পানীগঞ্জের
বসুরহাট পৌরসভা নির্বাচনের সময় থেকে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা বিভিন্ন নেতার বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। এ সময় তার
সঙ্গে স্থানীয় বেশ কয়েকজন নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।


নিয়ে দলের বিভিন্ন পক্ষের পরস্পর বিরোধী বিভিন্ন কর্মসূচি চলতে থাকে।

এরই
ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি
উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে পৌর মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির পরদিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত
সোমবার নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খানকে মারধরের অভিযোগ ওঠে।

খিজির
খানকে লাঞ্ছিত করার প্রতিবাদে পরদিন বসুরহাট পৌর এলাকার রূপালী চত্বরে সমাবেশ চলাকালে আবার সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে দলের
এক কর্মী নিহত হন।

এসব
ঘটনার প্রেক্ষিতে সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘কোম্পানীগঞ্জের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না’ বলে হুঁশিয়ার করেন।

বসুরহাটে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রেপ্তার
 

বৃহস্পতিবারও
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালে যুক্ত হয়ে আবারও ওবায়দুল কাদের বলেছেন, “কোম্পানীগঞ্জে বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে। অভিযান শুরু হয়েছে, ইতিমধ্যে সেখানে একশ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”